সিলেটের সকাল ডেস্ক : নয় কড়ি কান্দার ছয় কুড়ি বিল। এটাই টাঙ্গুয়ার হাওরে পরিচয়। আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় ‘ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট’। সুনামগঞ্জের তাহিরপুর ও ধরমপাশা উপজেলার ৯ হাজার ৭২৭ হেক্টর এলাকা নিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে এই হাওরের অবস্থান। হাওর এলাকায় ছোট-বড় ৫২টি বিল ও ৮৮টি গ্রাম আছে। হাওরের বিস্তীর্ণ স্বচ্ছ জলরাশি আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই টাঙ্গুয়ার হাওরে।

ছবি: খলিল রহমান

টাঙ্গুয়ার হাওরের সম্পদ পাহারায় আনসার সদস্যের পাশাপাশি রয়েছেন কমিউনিটি গার্ডের সদস্যরা।

ছবি: খলিল রহমান

টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ১৬ ও ১৭ সেপ্টেম্বর হাওরে অনুষ্ঠিত হয়েছে ‘জ্যোৎস্না উৎসব’।

ছবি: খলিল রহমান

হাওরের হিজল-করচগাছের বাগানে এই ছোট্ট নৌকায় পর্যটকদের নিয়ে ঘোরাফেরা করে দুই ভাইবোন। এতে দিনে ১০০ থেকে ১৫০ টাকা রোজগার করে তারা।

ছবি: খলিল রহমান

হাওরে থাকা হাতিরগাতা বিলের একটি গাছে বসে আছে একঝাঁক পাখি।

ছবি: খলিল রহমান

টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন আসেন পর্যটকেরা।

ছবি: খলিল রহমান

নৌকায় করে হাওরে ঘুরছেন পর্যটকেরা।

ছবি: খলিল রহমান

হাওরের স্বচ্ছ জলরাশির মাঝে পর্যটকদের নৌকা।

ছবি: খলিল রহমান

হাওরের মাঝে হিজল-করচগাছের বাগানের পাশ দিয়ে নৌকা নিয়ে ঘুরছে স্থানীয় দুই শিশু।

ছবি: খলিল রহমান

টাঙ্গুয়ার হাওরের হিজল-করচগাছের এই বাগানের সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের।

ছবি: খলিল রহমান

হাওরের মাঝ থেকে নৌকা নিয়ে ফিরছে স্থানীয় এক কিশোর।

ছবি: খলিল রহমান

হাওরে পর্যটকদের জন্য আছে ওয়াচ টাওয়ার।