ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরো চার দিন বাড়ানো হয়েছে। তাই ৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না, মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই সিদ্ধান্ত নেয়।
চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রউফ বলেন, ‘কয়েকদিন শৈত্য প্রবাহ থাকায় ক্রেতা-দর্শনার্থীরা মেলায় আসতে পারেনি। ফলে ব্যবসায়ীদের কাঙ্খিত মাত্রায় বেচাবিক্রি হয়নি। তাই ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ চার দিন বাড়ানো হয়েছে।’
উল্লেখ্য, গত বছরও একই দাবিতে মেয়াদ চার দিন বাড়ানো হয়েছিল। ইপিবির আয়োজনে প্রতি বছরের মতো এবারও ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা উদ্বোধন করেন। এবার এটি মেলার ২৩তম আসর।
২০১৮ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - উত্তরের গোধূলি